ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বৃহস্পতিবার টঙ্গী এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
বৃহস্পতিবার টঙ্গী এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 

ঢাকা: গ্যাস পাইপ লাইনের জরুরি অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য গাজীপুরের টঙ্গী বিসিক ও এর কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার (৬ জুলাই) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গি বিসিক ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহক এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কে সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

এছাড়া এর পাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।