ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৫ শ্রমিক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ৪, ২০১২
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ৫ শ্রমিক

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।



সোমবার সকাল ১১টার দিকে ১নং ইউনিটের ব্রেকার আউট করার সময় ফ্ল্যাসিং হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ফোরম্যান আব্দুল আহাদ, রাজামিয়া, আল আমিন, বাবু মিয়া ও আমিনকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিদুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, দীঘদিন যাবৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নং ইউনিটটিতে সংস্কারের কাজ চলছিল। এর ধারাবাহিকতায় সকাল ১১টার দিকে ১ ও ২ নং ইউনিটের মাঝামাঝি স্থান থেকে ০.৪ কেভি ব্রেকার আউট করার সময় ফ্ল্যাসিং হয়। এতে আশেপাশে আগুন লেগে যায়।

পরে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট ও পলাশ দমকল বাহিনীর ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ইউনিটটিতে কর্মরত ৫ শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের প্রথমে বিদুৎ কেন্দ্রের নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হয়ে ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৪ ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।