ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রোসাটমের প্রশিক্ষণ পেলেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
রোসাটমের প্রশিক্ষণ পেলেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা

ঢাকা: সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) টেকনিক্যাল একাডেমিতে একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি সার্ভিস কর্মকর্তারা।  

অপারেশনাল ম্যানেজমেন্ট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল মিনস অব ফিজিক্যাল প্রটেকশন কমপ্লেক্স শীর্ষক কোর্সটি পরিচালনা করেন গ্লোবাল নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের (জিএনএসএসআই) বিশেষজ্ঞরা।

বিশেষ এ কোর্সে অংশগ্রহণকারীদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশনস বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কোর্সে যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিল, সেগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করা, ডাটাবেজ তৈরি করা, আপৎকালীন করণীয় ও অন্যান্য।

বাংলাদেশ দলের প্রধান এস এম ফাহাদ আহমেদ বলেন, কোর্স থেকে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আমাদের দায়িত্ব পালনে নিঃসন্দেহে সহায়তা করবে।

অংশগ্রহণকারী বাংলাদেশি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে জিএনএসএসআই পরিচালক ইগোর বালাগোভ বলেন, আপনারাই প্রথম যারা, আপনাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। কাজটি কঠিন হলেও রোমাঞ্চকর। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে একই টিমে কাজ করার ফলে আপনারা ভালো ফল অর্জন করতে সক্ষম হবেন।
 
রুশ প্রযুক্তি ও আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। কেন্দ্রটিতে প্রতিটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট থাকছে।  

প্রতি ইউনিটে বসবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর, যা সব আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা চাহিদা পূরণে সক্ষম।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।