ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন কমিটি নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ১, ২০২৪
এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন কমিটি নির্বাচন

ঢাকা: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)।

ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা) ও এ কে এম শরীফুল ইসলাম (সাদাকালো ডট নিউজ)।

শুক্রবার (৩১ মে) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া ও নির্বাচন কমিশনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র বিশেষ প্রতিনিধি শামীম খান।

নতুন নির্বাহী কমিটির অন্য ১১টি পদে নির্বাচিত হলেন—জয়েন্ট সেক্রেটারি পদে জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি পদে শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), ট্রেজারার পদে মাহমুদুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), অফিস সেক্রেটারি পদে আশরাফুল ইসলাম রানা (দ্য বিজপেস পোস্ট), কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি পদে ফারুক ভুঁইয়া রবীন (সময় টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আরিফুল সাজ্জাত (নিউজ২৪ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।

বিদায়ী কমিটির সভাপতি ছিলেন নিউজ২৪ টেলিভিশনের প্ল্যানিং এডিটর আরিফুল সাজ্জাত, সেক্রেটারি ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী।

নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক স্থাপন করবে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি)। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতেও কাজ করবে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।