ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

১০ বছরে হবিগঞ্জে বিদ্যুৎ ব্যবহারকারী বেড়েছে দ্বিগুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
১০ বছরে হবিগঞ্জে বিদ্যুৎ ব্যবহারকারী বেড়েছে দ্বিগুণ

হবিগঞ্জ: গত ১০ বছরে হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

সম্প্রতি হবিগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছর আগে জেলার ৪৭ দশমিক ৭৪ শতাংশ লোক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতেন। ১০ বছরে তা ৫১ দশমিক ১৩ শতাংশে বেড়ে ৯৮ শতাংশে দাঁড়িয়েছে।

এরআগে, ১৯৯১ সালে জেলার ১০ দশমিক শূন্য দুই এবং ২০০১ সাল পর্যন্ত ২৪ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতেন।

এছাড়া এ জেলায় স্বাক্ষরতার হার ২৮ দশমিক ৯১ শতাংশ বেড়েছে বলেও জানানো হয়েছে জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদনে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।