ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘উপায়’ অ্যাপে ৪৮ ঘণ্টা তিতাসের প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ বন্ধ  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
‘উপায়’  অ্যাপে ৪৮ ঘণ্টা তিতাসের প্রি-পেইড গ্যাস কার্ড  রিচার্জ বন্ধ  

ঢাকা: ‘উপায়’ অ্যাপে ৪৮ ঘণ্টা তিতাস গ্যাসের প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ বন্ধ থাকবে।

বুধবার (২ অক্টোবর) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, তিতাস গ্যাসের প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে।  

প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ প্রদান করেছে সংস্থাটি। পাশাপাশি  সামাজিক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করা হয়।  

বাংলাদেশ সময়ধ ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
আরকেআর/জেএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।