ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন

ঢাকা: বিদ্যুতের দাম কমানো, সিলিং প্রথার বিদ্যুৎ বিল বাতিল এবং খাদ্যদ্রব্যে বিষ প্রয়োগ (ফরমালিন) বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যুতের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় আবাসিক বিদ্যুৎ বিলের ক্ষেত্রে চার’শ ইউনিটের বেশী ব্যবহারের সমুদয় বিলে ইউনিটের দাম দ্বিগুণ বৃদ্ধি করে বিল পাঠাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে বিদ্যুৎ ব্যবহারকারীরা দিশেহারা হয়ে পড়েছে।

অপরদিকে আইন থাকা সত্বেও বিভিন্ন ফলমুলসহ খাদ্যদ্রব্যে ক্ষতিকারক কার্বাইড ফরমালিনসহ নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ সরকার এসব বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ খাদ্যদ্রব্যে বিষ প্রয়োগ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, উপদেষ্টা আমানুল্লাহ খান, ডা. এএসএম বদরুদ্দোজা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এআই/ জেপি/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ