ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

মুরাদনগরের গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর গ্যাসফিল্ডের নয় নম্বর কূপ থেকে প্রতিদিন গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হবে।  

সোমবার বেলা ১১টার দিকে জাহাপুর গ্যাসফিল্ডের নয় নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান ড. হোসেন মনসুর।



পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, আমরা জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। আশা করি, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে। তবে এখানে গ্যাসের চাপ ভালো আছে। আশা করছি, ভবিষ্যতে এই কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩   
সম্পাদনা: এসআই/এডিবি [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।