ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রে পরীক্ষামূলক উত্তোলন শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১৪
রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রে পরীক্ষামূলক উত্তোলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কামতা এলাকায় অবস্থিত নতুন গ্যাসক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলন করা শুরু হয়েছে।

শনিবার বিকেলে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নতুন গ্যাসক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলনের উদ্বোধন করেন।



এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী ও পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মুনসুর প্রমুখ।

 
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ আশপাশে গ্যাসের যে সংকট রয়েছে এ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস দিয়ে সে চাহিদা পূরণ হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী বলেন, প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে।

** রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪ 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।