ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রসহ সব বিদ্যুৎ কেন্দ্রে ট্রেড ইউনিয়ন বন্ধের প্রতিবাদে এবং উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিভাগ পৃথক করাসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



দুপুরে কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রধান দপ্তর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা।
 
এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. মোজাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অনেকের মধ্যে বক্তব্য রাখেন-এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্রমিক নেতা মহরম আলী, বিভাষ বিশ্বাস, নজরুল ইসলাম ও মো. ফারুক।
 
প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারী স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিলে কঠোর কর্মসূচি  দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।