ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

জাতীয় বিদ্যুৎ ‍সপ্তাহে বগুড়ায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, ডিসেম্বর ৭, ২০১৪
জাতীয় বিদ্যুৎ ‍সপ্তাহে বগুড়ায় র‌্যালি

বগুড়া: ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’- স্লোগানে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪। এ উপলক্ষে র‌্যালি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বগুড়া।



রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালির উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো: শফিকুর রেজা বিশ্বাস।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বগুড়া কার্যালয়ে এসে শেষে হয়। র‌্যালি চলাকালে মাইকে বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরেন কর্মকর্তারা।

র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাউফুজ্জামান ফারুকী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হযরত আলী, নির্বাহী প্রকৌশলী-১ আব্দুর রশিদ, নির্বাহী প্রকৌশলী-২ তোফাজ্জল হোসেন ও নির্বাহী প্রকৌশলী-৩ আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা,  ডিসেম্বর ০৭, ২০১৪        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।