ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক আর নেই আবু বকর সিদ্দিক

ঢাকা: জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ নভেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।



বাংলানিউজকে বিষয়টি জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন।

তিনি বলেন, হৃদরোগ ও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, বাদ জোহর সচিবালয় মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বনানী কবরস্থানে তাকে দাফনের আলোচনা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার কেদারপুর গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইএস/বিএস  



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।