ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রূপগঞ্জে র‌্যালি-আলোচনা সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রূপগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়।



এতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, পল্লী বিদ্যুতের তারাব জোনাল অফিসের ডিজিএম শাহজাহান ফকির, পুর্বাচল জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, সাওঘাট জোনাল অফিসের ডিজিএম মকবুল হোসেন, বিদ্যুৎ কর্মকর্তা হেদায়েত উল্লাহ, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।