ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ চুরির দায়ে ৯৮ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বিদ্যুৎ চুরির দায়ে ৯৮ লাখ টাকা জরিমানা

ঢাকা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র ‘স্পেশাল টাস্কফোর্স’র অভিযানে রাজধানীতে ৬.৫০ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করা হয়েছে।
 
২৭ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কামরাঙ্গীরচর, বংশাল, ডেমরা, কাজলা, শ্যামলী, জুরাইন, তেজগাঁও এবং জিগাতলায় মোট ১২টি স্থাপনায় পৃথক অভিযানে বিদ্যুৎ চুরির এ বিষয়টি ধরা পড়ে।


 
বিদ্যুৎ চুরির দায়ে তিতাস কেমিক্যাল, মেসার্স জাকির এন্টারপ্রাইজ, মেসার্স ময়না রাবার ইন্ডাস্ট্রি, হাজি মো. মাহবুবুর রহমান, জাহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ও আবাসিক ভবনের ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৯৮.৬৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৮ বছরের বকেয়াসহ মোট ১৩ কোটি ৯০ লাখ টাকা বিদ্যুৎ বিল আদায় করা হয়।

অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ডিপিডিসি’র স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বাংলানিউজকে জানান, বিদ্যুৎ খাতে শতভাগ সুশাসন ফিরিয়ে আনতে নিরবচ্ছিন্ন অভিযান চালানো হচ্ছে। ডিপিডিসি’র কর্মকর্তাদের সহায়তায় সব দুর্নীতি নির্মূল করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।