ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সরকারি অফিসে ২০১৩ সালের মধ্যে সৌরবিদ্যুৎ

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১১
সরকারি অফিসে ২০১৩ সালের মধ্যে সৌরবিদ্যুৎ

ঢাকা: আগামী ৩ বছরের মধ্যেই সরকারি সব অফিস-আদালতের বাতি, পাখা এবং ২০১৫ সালের মধ্যে ৫ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ জনসংখ্যাকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এছাড়া ২০১৪ সালের মধ্যে ২৫ লাখ সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জুলাই মাসে এ সংখ্যা দশ লাখ পূরণ হবে বলে সূত্র জানিয়েছে।

‘গ্যাস এবং বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের জন্য সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক বাংলানিউজকে জানিয়েছেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার ডিভিশনের পরিচালক প্রকৌশলী আবদুর রউফ মিয়া বাংলানিউজকে বলেন, ‘দেশে প্রায় ৯ লাখ ৭৫ হাজার সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ পুø্যান্ট) স্থাপন করা হয়েছে। যা থেকে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর থেকে সরাসরি বিদ্যুৎ সুবিধা পাচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ মানুষ। যারা সবাই বিদ্যুৎ গ্রিডের বাইরে অফশোর এলাকার বাসিন্দা। ’

তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি বিশ্বে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তার মধ্যে এশিয়ায় এর ব্যবহার সর্বাধিক লক্ষ্য করা যাচ্ছে। কারণ এশিয়ায় আছে অফুরন্ত সূর্যালোক ও জ্বালানির নানা প্রাকৃতিক উৎস। ’

‘সৌরবিদু্যুৎ , বায়ুবিদ্যুৎ এবং বায়োগ্যাস, ভূ-উত্তাপশক্তি  এবং সাগরের তাপকে শক্তিতে রূপান্তর করাকে নবায়নযোগ্য (রিনিউয়েবল) জ্বালানি হিসেবে ধরা হয়। এসব প্রক্রিয়ার মধ্যে বায়ুবিদ্যুৎ ব্যয়বহুল হওয়ায় এই প্রকল্প শুধু সরকারি পর্যায়ে করার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। ’

‘আমাদের দেশের প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ’

তিনি বলেন, ‘সূর্য বাংলাদেশে বছরে গড়ে প্রায় ৩০০ দিন কিরণ দেয়। এ সময়ে সূর্য ১ বর্গমিটার জমিতে ৫ কিলোওয়াট ঘণ্টা শক্তি ছাড়ায়। কিন্তু এই শক্তিকে আমরা তেমন কাজে লাগাতে পারিনি এতদিন। অথচ শীতপ্রধান অনেক দেশ সোলার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, যাদের ১ বর্গমিটার জমিতে সূর্যকিরণ পড়ছে মাত্র ৪ দশমিক ১২ কিলোওয়াট ঘণ্টা। সেদিক থেকে আমরা অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছি। ’

‘বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে, ২ কিলোওয়াট চাহিদার বেশি কোনো বিদ্যুৎ সংযোগ নিতে হলে সোলার প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য সরকার একটি নির্বাহী আদেশ প্রদান করেছে। ’

তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি অফিসের চেয়ে বেসরকারি পর্যায়ে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। ’

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। ইডকলের পার্টনার সংগঠন রয়েছে ৩২টি। এসব সংগঠনের মাধ্যমে ইডকল সহজ শর্তে ঋণ প্রদান এবং নির্ধারিত ভর্তুকি দিয়ে আসছে। ’

ইডকল সূত্র জানিয়েছে সোলার প্যানেল (সৌর প্যানেল) স্থাপনে বাস্তবায়নকারী সংস্থাকে ৩ হাজার টাকা এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরাসরি গ্রাহককে ৯ হাজার টাকা ভর্তুকি প্রদান করছে সরকার।

‘ইডকলের প্রকল্প কর্মকর্তা এ.এম ইকরামুল হাসান বাংলানিউজকে জানিয়েছেন, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অগ্রগতি অনেক বেশি। এখন দাতা সংস্থা থেকে বলা হচ্ছে, ধীর গতিতে আগানোর জন্য। ’  তিনি বলেন, ‘আমাদের ৩২ পার্টনার সংগঠনের মধ্যে শুধুমাত্র গ্রামীণশক্তি প্রতিমাসে ৩০ হাজার সোলার প্যানেল বসাচ্ছে। ’

তিনি আরো বলেন, ‘যেসব এলাকায় বিদ্যুৎ লাইন নেই এবং লাইন স্থাপন ব্যয়সাপেক্ষ, ইডকল শুধু সেসব দুর্গম অঞ্চলে সোলার প্যানেল বসাতে সহায়তা প্রদান করে থাকে। ’

গ্রামে সৌরবিদুতের ক্ষেত্রে অগ্রগতি আশাব্যঞ্জক হলেও সরকারি অফিসে সোলার প্যানেল স্থাপনের চিত্র হতাশাজনক। ’

‘বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী অফিসসহ মাত্র ৮টি অফিসে সোলার প্যানেল স্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী। ’

তারা এখনও ওয়াট পিকের মধ্যে আটকে আছে। কিলোওয়াট পিকে ছুঁতে পারেনি। জানা গেছে, তারা এখন পর্যন্ত মাত্র ৩৬০ ওয়াট পিক উৎপাদন করছে।

বিপিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোলার প্যানেল বসানো হলেও অন্যান্য সরকারি অফিসের টনক নড়ছে না। ’

যারা শহরাঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করতে চান তাদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে।

প্রথম অবস্থায় গ্রহকদের আগ্রহী করে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সোলার প্যানেল বসিয়ে অন্যান্য ব্যাংকে সোলার প্যানেল বসানোর জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু তাতে করেও  তেমন কোনো অগ্রগতি হয়নি বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১৯৪০ ঘন্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।