ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

উ‌দ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪ নতুন বিদ্যুৎকেন্দ্র চালু বৃহস্প‌তিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
৪ নতুন বিদ্যুৎকেন্দ্র চালু বৃহস্প‌তিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৫৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪টি নতুন বিদ্যুৎকেন্দ্র বৃহস্প‌তিবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠা‌নিকভা‌বে উ‌দ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সা‌ড়ে দশটায় ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে উ‌দ্বোধন করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রীর জ্বালা‌নি বিষয়ক উপ‌দেষ্টা তৌ‌ফিক ই ইলাহী চৌধুরৗ।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভব‌নে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

বিদ্যুৎ কেন্দ্রগু‌লো হ‌চ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কড্ডা, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ, ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প‌টিয়া এবং ৫২ দশমিক ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকে‌ন্দ্রের পাশাপা‌শি কোটালীপাড়ায় ৬ হাজার প‌রিবা‌রের মা‌ঝে বিদ্যুৎ সং‌যো‌গেরও উ‌দ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।