ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দুর্ঘটনা এড়াতে প্রকল্পে থাকবে তিতাসের জরুরি টিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
দুর্ঘটনা এড়াতে প্রকল্পে থাকবে তিতাসের জরুরি টিম

ঢাকা: রাজধানীর বনানী-গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকল্প এলাকায় জরুরি দল নিয়োগ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রাজধানীর বনানীতে ভবনে অগ্নিকাণ্ডের পর জননিরাপত্তার বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৯ মার্চ) তিতাসের পক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বনানী-গুলশান এলাকায় স্টর্ম সুয়্যার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ডিএনসিসি। বর্তমানে এ প্রকল্পের কাজের জন্য রাস্তার খনন কাজ করছেন শ্রমিকরা।

খনন কাজ চলাকালে যাতে গ্যাস লাইন লিকেজ হয়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য একটি জরুরি দল প্রকল্প এলাকায় থাকবে।

জরুরি দলে তিতাস গ্যাসের প্রকর্মী মো. হাফিজ উদ্দিন (০১৮২৩-৬৩২৩০৩) উন্নয়নকারী মো. জামাল হোসেন (০১৭১৫-৪১১৫৯৩) এবং ওয়েল্ডার শাহ মো. আকমল (০১৭১১-৩৫২৮৭৭) আছেন।  

খনন স্থলের আশপাশে গ্যাসের লিকেজ বা গন্ধ পাওয়া গেলে দ্রুত জরুরি দলকে জানানোর অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

একই সঙ্গে বাসা-বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে দ্রুত দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে জরুরি দলকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।