ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তিতাস গ্যাসের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
তিতাস গ্যাসের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে

ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি (ভারপ্রাপ্ত) নওশাদ ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
 
রোববার (২০ মার্চ) তার অপসারণের খবর নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ।



তিতাস গ্যাসের জিএম (ভিজিলেন্স) মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নওশাদ ইসলামকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, ১৮ মার্চ বনানীতে গ্যাস বিস্ফোরণে একটি বাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমালোচনার মুখে তিতাসের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের অবৈধ সংযোগ প্রদানসহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।