ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নবায়ণযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
নবায়ণযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

ঢাকা: নবায়ণযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (০৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ইন্টারন্যাশনাল গ্রিন কনফারেন্স ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গ্রিনটেক ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ‘গ্রিন ব্যাংকিং ফর গ্রিন ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্রিন এনার্জি’ শীর্ষক এই সম্মেলন উদ্বোধন করেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ দ্রুত কমে আসছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎপ্লান্টগুলোর উপর চাপ কমাতে নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

বিদ্যু‍ৎ জনগণের মৌলিক চাহিদা, বিদ্যু‍ৎ সুবিধার আওতায় দেশের সব মানুষকে নিয়ে আসার জন্য জৈব-জ্বালানির পাশাপাশি নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে কার্যকর গবেষণার প্রতিও গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি।

এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব।

সম্মেলনে প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন জার্মানির ম্যালেকি জিএমবিএইচের সহপ্রতিষ্ঠাতা সবুজ মানুষ খ্যাত মাদিয়াস গিলবার।

নবায়ণযোগ্য জ্বালানি নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের শেষ ভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং সভাপতিত্ব করবেন শ্রেডা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬/আপডেট: ১৭৩০ ঘণ্টা.
এইচআর/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।