ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

৩ বছরে ৭০ ভাগ এলাকায় এলপিজি পৌঁছে দেবে সরকার     

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
৩ বছরে ৭০ ভাগ এলাকায় এলপিজি পৌঁছে দেবে সরকার      

ঢাকা: সরকার আগামী ৩ বছরের মধ্যে ৭০ ভাগ এলাকায় এলপিজি পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রমনায় স্রেডা আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


 
প্রতিমন্ত্রী বলেন, ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানো সময়ের দাবিতে পরিণত হয়েছে। এলপিজির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্টদের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার।  
 
তিনি বলেন, আধুনিক ও উন্নত চুল্লীর সুবিধাভোগীরা থাকেন গ্রামে। এ ধরনের সেমিনার গ্রামে করলেই ভালো ফল পাওয়া যাবে।  

সরকার নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আগামী দিনের ক্লিন জ্বালানি হতে পারে এলপিজি। এর বাজারজাতকরণ ও পর্যবেক্ষণ পদ্ধতি পরিচালনা করতে উন্নয়ন সহযোগিরাও এগিয়ে আসতে পারেন। সম্মিলিত সহযোগিতায় আমরা সবার জন্য টেকসই জ্বালানির প্রসার করে উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।  
 
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, জিএসিসি’র আঞ্চলিক পরিচালক অরিজিৎ বসু ও ইউএসএআইডি’র সিনিয়র রিসার্চ অ্যাডভাইজার শের মো. খান।  
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।