ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঢাকায় শুরু হলো দুই দিনব্যাপী সামিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জুলাই ১১, ২০১৭
ঢাকায় শুরু হলো দুই দিনব্যাপী সামিট বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: ঢাকায় শুরু হলো দু‌ই দিনব্যাপী বাংলাদেশ পাওয়ার সামিট-২০১৭।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

এ সময় তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি এবং বিদেশি বিনিয়োগের আহ্বান জানান এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্ব তুলে ধরেন।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী আইডিয়া নিয়ে জ্বালানি খাতে এগিয়ে আশার আহ্বান জানান জ্বালানি বিষয়ক উপদেষ্টা।

পাওয়ার সামিটে কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, ইরান এবং জাপানসহ ২০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্বোধন শেষে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌফিক-ই-এলাহী বলেন, আমারা এমন প্রযুক্তি ও মনিটরিংয়ের মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে চাই। যাতে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষিত থাকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমউএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।