ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বগুড়ায় বিদ্যুতের আলোয় আলোকিত ৮ গ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বগুড়ায় বিদ্যুতের আলোয় আলোকিত ৮ গ্রাম বগুড়ায় বিদ্যুতের আলোয় আলোকিত ৮ গ্রাম

বগুড়া: বগুড়ার ‍ধুনটে ‘গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পে’র আওতায় উপজেলার গোসাইবাড়ি, কালেরপাড়া ও মথুরাপুর ইউনিয়নের ৮ গ্রামের সাড়ে ১৫ কিলোমিটার বিদ্যুৎতের লাইন নির্মাণসহ এক হাজার ১৩৩টি নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড়খালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৫ আসনের এমপি হাবিব‍ুর রহমান নতুন এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল বারীর সভাপতিত্বে এতে এমপি হাবিব‍ুর রহমান তার বক্তব্যে বলেন- ‘সরকার দেশের মানুষের জীবন-মান উন্নয়নের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।

আর তাই উন্নয়নের ধারাবাহিকতায় বিদ্যুতের চাহিদা যেমন বাড়ছে, তেমনি চাহিদা পূরণে গ্রাম থেকে গ্রাম আলোকিত করা হচ্ছে। ’
 
আরও বক্তব্য রাখেন- ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জামান, পরিচালক সাইদুল ইসলাম মিঠু, সহকারী জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কুদরত-ই-খুদা জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।