ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পাঁচবিবিতে ৫ গ্রামের ৮শ’ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
পাঁচবিবিতে ৫ গ্রামের ৮শ’ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পাঁচবিবিতে ৫ গ্রামের ৮শ’ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওগাঁ, কাঁঠালী, লক্ষ্মীকুল, শহরগাড়ী ও বিহিগ্রাম এলাকায় ২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৮শ’ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ উপলক্ষে কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যাবস্থাপক আব্দুর রউফ, উপ-মহাব্যাবস্থাপক শফিউল আলম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।