ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

প্রথমবারের মতো বিদ্যুতের দাম কমানোর ওপর গণশুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
প্রথমবারের মতো বিদ্যুতের দাম কমানোর ওপর গণশুনানি

ঢাকা: প্রথমবারের মতো বিদ্যুতের দাম কমানোর প্রস্তাবের ওপর গণশুনানি নিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৫ অক্টোবর (বৃহস্পতিবার) গণশুনানির দিন ধার্য করা হয়েছে।

কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) লিখিত প্রস্তাবের প্রেক্ষিতে গণশুনানির তারিখ নির্ধারণ করেন বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম একে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

বাংলানিউজকে তিনি বলেন, উৎপাদন ব্যয় হ্রাস সাপেক্ষে ইউনিট প্রতি ১.২৬ টাকা পাইকারি দাম কমানো সম্ভব। আমরা হিসাব করে দেখিয়েছি, গণশুনানিতে প্রমাণ করে দেওয়া হবে।

বর্তমানে ইউনিট প্রতি পাইকারি দাম ৪.৯০ টাকা। নতুন করে আরও ৮৭ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। যার ওপর গত সোমবার গণশুনানি হয়েছে।

বিদ্যুতের দাম ৬.২৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ডিপিডিসির

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।