ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ডিপিডিসির কাজে দালালের কাছে না যাওয়ার পরামর্শ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ডিপিডিসির কাজে দালালের কাছে না যাওয়ার পরামর্শ  গণশুনানীতে বক্তব্য রাখেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (দক্ষিণ) দেওয়ান আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কোনো কাজে কারো সঙ্গে লেনদেন বা দালালদের কাছে না যেতে পরামর্শ দিয়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী (দক্ষিণ) দেওয়ান আবুল কালাম আজাদ। 

তিনি বলেছেন, ডিপিডিসিতে কোনো ক্যাশ লেনদেন হয় না। ডিমান্ড নোট থেকে শুরু করে বিল-সবকিছু ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হয়।

কারো প্ররোচনায় অবৈধভাবে ক্যাশ লেনদেন করবেন না, দালাল ধরবেন না। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের কাছে আসুন।  

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের উদ্যোগে আয়োজিত গণশুনানী (প্রথম পর্ব) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

আবুল কালাম আজাদ বলেন, আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। আমরা শুদ্ধ মানুষ নই আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। তবে মিটার রিডিং এর অতিরিক্ত বিল কিংবা জরিমানার বিল সংক্রান্ত বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে আসলে সেটার দ্রুত সমাধান সম্ভব। এছাড়া বিদ্যুৎ বিল যাতে সময় শেষ হওয়ার এক সপ্তাহ পূর্বেই সব গ্রাহক পেতে পারে এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজ গুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে যৌথ অভিযান চলছে এবং অবৈধ সংযোগধারীদের সম্পর্কে তথ্য দেওয়ারও আহবান জানান প্রধান প্রকৌশলী (সাউথ) দেওয়ান আবুল কালাম আজাদ।

গণশুনানীকালে প্রধান প্রকৌশলী (দক্ষিণ) দেওয়ান আবুল কালাম আজাদ গ্রাহকদের নানাবিধ সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় গ্রাহকরা কর্মকর্তাদের প্রশংসা করলে, প্রধান প্রকৌশলী বলেন, আপনারা আমাদের প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করলে কাজে শুদ্ধতা আসে। আমরা যেকোনো সমালোচনার জবাব দিতে প্রস্তুত। কারণ আপনাদের অর্থে আমাদের বেতন ভাতা হয়।  

গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিপিডিসির নারায়ণগঞ্জ নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের (এনওসিএস) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালেক মাহমুদ।  

ডিপিডিসির নারায়ণগঞ্জ এনওসিএস পশ্চিমের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে ও উপ-সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মজিবুর রহমান ভূঁইয়া ও মসিদুল হক, উপ সহকারী প্রকৌশলী তৌফিক আহম্মেদ এবং সিবিএ সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদার।  

গণশুনানীতে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ দিল মোহাম্মদ দিলু, জামতলা পঞ্চায়েতের সহ-সভাপতি গাজী মোখলেসুর রহমান ময়না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।