ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতায়নের আওতায় এলো কলারোয়ার ঠাকুরবাড়ীর ৪২০ পরিবার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বিদ্যুতায়নের আওতায় এলো কলারোয়ার ঠাকুরবাড়ীর ৪২০ পরিবার  বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা: বিদ্যুতায়নের আওতায় এলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকার ৪২০টি পরিবার।   

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে সুইচ টিপে এ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।  

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ।

 

নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।