ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শ্রীমঙ্গলে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
শ্রীমঙ্গলে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলাসহ ১০৬ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী পরিচালক অরুণ কুমার চৌধুরী প্রমুখ।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে  শ্রীমঙ্গলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।


 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা,  নভেম্বর ০১, ২০১৮
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।