ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

চুক্তিতে আরো এক বছর বিপিসি চেয়ারম্যান সামছুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
চুক্তিতে আরো এক বছর বিপিসি চেয়ারম্যান সামছুর রহমান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোগো

ঢাকা: সরকারের সচিব মো. সামছুর রহমানকে আরো এক বছরের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২২ অক্টোবর) তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, বিপিসি চেয়ারম্যান হিসাবে কর্মরত সরকারের সচিব সামছুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি এবং তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পদায়ন করা হলো।

নিয়মানুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে বিপিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।