ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পাইকারি বিদ্যুৎ প্রতি ইউনিট ৫.৮৮ টাকা করার প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পাইকারি বিদ্যুৎ প্রতি ইউনিট ৫.৮৮ টাকা করার প্রস্তাব

ঢাকা: পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১ দশমিক ১১ টাকা বাড়িয়ে ৫ দশমিক ৮৮ করার প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)। তবে কারিগরি মূল্যায়ন কমিটি ৯৩ পয়সার বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম ৪ দশমিক ৭৭ টাকা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ওপর গণশুনানিতে এ প্রস্তাব করা হয়।

এদিন শুনানির প্রথম পর্বে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

মধ্যাহ্নবিরতির পর বিকেলে শুরু হয় সঞ্চালন খরচের প্রস্তাবের ওপর গণশুনানি।

শুনানির প্রথম পর্বে প্রশ্নোত্তরে অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিবেদক সদরুল হাসান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি আনোয়ার হোসেন। এছাড়া শুনানিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

গণশুনানিতে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এছাড়া কমিশনের সদস্য রহমান মুর্শেদ মিজানুর রহমান, আব্দুল আজিজ খান এবং মাহমুদউল হক ভুঁইয়া।  

রোববার (১ ডিসেম্বর) থেকে টানা তিনদিন চলবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি।

বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে ৪১ শতাংশ খরচ বেড়েছে। অপরদিকে, আমদানিকৃত কয়লার ওপর ভ্যাটারোপ করায় কয়লাভিত্তিক বিদ্যুতের ব্যয়ও বাড়বে। বর্তমান দামে বিদ্যুৎ বিক্রি করলে ৯ হাজার ৫৫২ কোটি টাকা ক্ষতি হবে। যে কারণে বিদ্যুতের পাইকারি দাম ৫ দশমিক ৮৮ টাকা করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।