ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শিবচরে ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
শিবচরে ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ৩৩/১১ কেভির ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্যাসীর চরে বিদ্যুৎ উপকেন্দ্রটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী।

প্রায় ৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে উপকেন্দ্রটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, সন্যাসীর চর বিদ্যুৎ উপকেন্দ্রটি উপজেলার বন্দরখোলা, চরজানাজাত, সন্যারসীর চর, মাদবরেরচর, কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুতের সুবিধা ভোগ করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের অভাবনীয় উন্নতি ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যেই শিবচর উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করবেন বলে আশা রাখি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাখাওয়াত হোসেন, শরিয়তপুর পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ঘোষ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩০,২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।