মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রোসাটমের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শনিবার (৩০ নভেম্বর) পরমাণু দিবস উদযাপন করা হয়।
২০১৭ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেছিলেন। এ ‘পরমাণু দিবস’ উপলক্ষে গত শনিবার পরমাণু শক্তি তথ্যকেন্দ্র, ঢাকা, রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের কাছে স্টল স্থাপন করে।
পরমাণু শক্তি তথ্যকেন্দ্রের স্থাপিত এই স্টলে আগ্রহী দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। এই স্টলে পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কে সামাজিক সচেতনতা ও এর গ্রহণযোগ্যতা বাড়ানোর বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করা হয়।
রাশিয়ার সার্বিক তত্ত্বাবধানে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন-রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসকে/এমএ