ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তালায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
তালায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধন পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এ স্লোগানকে সামনে রেখে গ্রাহকসেবা নিশ্চিতে সাতক্ষীরার তালায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ অফিসটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুৎ সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। তালা উপজেলার ছয়টি ইউনিয়নের ৪২ হাজার মানুষের সেবা নিশ্চিতে সদ্য চালু হওয়া সাব জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি বিদ্যুতের অপচয় রোধে সচেতন হওয়ারও জন্য সবার প্রতি আহ্বান জানান।  

বাংরাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।