ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুরের প্রথম ইউনিটের সিলিন্ডারের কংক্রিটিংয়ের কাজ সম্পন্ন

স্পেশাল করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
রূপপুরের প্রথম ইউনিটের সিলিন্ডারের কংক্রিটিংয়ের কাজ সম্পন্ন

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের ভেতরের সিলিন্ডার আকৃতির অংশের কংক্রিটিংয়ের কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্য দিয়ে এ ইউনিটের চতুর্থ স্তরের আভ্যন্তরীন অংশের (ইনার কন্টেইনমেন্টের) ৩৮ দশমিক ৫০০ মি পূরণ হলো।

আরএনপিপি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএনপিপি অবকাঠামো নির্মাণ প্রকল্পের ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতোচকিন বলেন ‘এটি নির্ধারিত সময় সীমার প্রায় এক মাস আগে শেষ হলো।

রোসেম ট্রাস্ট এলএলসি কোম্পানির বিশেষজ্ঞরা এর অভ্যন্তরে ১০৪৪ ঘনমিটার কংক্রিট ব্যবহার করেছেন। বর্তমানে নির্মাণ শ্রমিকরা কন্টেইনমেন্ট ডোম অংশের যত্রাংশ প্রস্তুত শুরু করেছে। পরিকল্পনা অনুসারে ভেতরের কন্টেইনমেন্ট ডোমের স্টিলের কাঠামো ও কংক্রিটের কার্যক্রম ২০২১ সালের জুলাই মাসে সম্পন্ন হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আভ্যন্তরীন কন্টেইনমেন্ট। এটি পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোকে প্রতিহত করে।

রাশিয়ান নকশা ও ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এ কেন্দ্রে মোট ২ টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর থাকছে ।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।