ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা: লাইন মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।  

মঙ্গলবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস (গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ও তদারকি কেন্দ্র) এবং গোদনাইল টিবিএসে (টাউন বার্ডর স্টেশন) কয়েকটি ভালবে লিকেজ দেখা যায়। জরুরি ভিত্তিতে ভালব প্রতিস্থাপনের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।  

ভালব প্রতিস্থাপন কাজ শেষে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।