ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরতরা পাচ্ছেন ‘স্পুটনিক-ভি’ টিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরতরা পাচ্ছেন ‘স্পুটনিক-ভি’ টিকা

ঢাকা: নির্মাণধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। রাশিয়া সরকারের সহযোগিতায় এ প্রকল্পের কর্মরতদের দেওয়া হচ্ছে ‘স্পুটনিক-ভি’ টিকা।

বুধবার (১৪ জুলাই) এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, প্রকল্পের কাজ নিরুদ্বিগ্নভাবে এগিয়ে নেওয়ার জন্য রাশিয়ানদের সঙ্গে কর্মরত বাংলাদেশিদেরও টিকা দিতে রাশিয়া সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।  

তিনি বলেন, এর মাধ্যমে প্রকল্পে কর্মরত পরমাণু শক্তি কমিশনের ৭৫০ জনকে টিকাদান শুরু হলো। এছাড়াও প্রকল্পের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা এখানে কাজ করছেন, তাদেরও ক্রমান্বয়ে টিকা দেওয়ার  কথা জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করবো।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রকল্পে কর্মরত সবাইকেই করোনার টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ানসহ বিদেশিদের টিকাদান শেষ পর্যায়ে। বাংলাদেশিদেরও টিকাদান শুরু হলো। পর্যায়ক্রমে বাংলাদেশি যারা প্রকল্পে কাজ করছে তাদেরও শতভাগ টিকা দেওয়া হবে।  

রাশিয়ান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রাশিয়ান চিকিৎসক মরোজভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এসময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসকে/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।