ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকা: গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২০ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মুরাদপুর, শ্যামপুর, জুরাইন এবং পোস্তগোলা সেনানিবাস এলাকায় সকল শ্রেণি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।