ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আবারও এলপিজির দাম কমলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
আবারও এলপিজির দাম কমলো

ঢাকা: এক মাসের ব্যবধানে দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমেছে। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকায়।

তবে সরকারি পর্যায়ে মূল্য পরিবর্তন হয়নি, তাই সাড়ে ১২ কেজির সিলিন্ডারের আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য কমে হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে। এদিন দুপুর ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২২৮ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।