ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সেচ পাম্পে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
সেচ পাম্পে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ

ঢাকা: সেচ ব্যবস্থা সচল রাখতে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে পল্লী বিদ্যুতকে নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ বাড়ানো সম্ভব হবে না। শিল্প কারখানাগুলো যেন সমস্যায় না পড়ে, যেমন সার কারখানাগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সেগুলো চালু করতে গেলে অনেক লম্বা সময় লাগে। পানির যেহেতু ব্যাপক ক্রাইসিস। গত জুলাই মাসে যে বৃষ্টি হয়েছে তা গতবছরের তুলনায় ৫৭ শতাংশ কম। বিশ্বজুড়েই খরা দেখা দিয়েছে। সবাই পরামর্শ দিয়েছেন যে গ্রাম এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, যেন সেচের ব্যাঘাত না ঘটে।

তিনি আরও বলেন, সারাদেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী ১২-১৫ দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে সেচে কোনো অসুবিধা না হয়। এজন্য পল্লী বিদ্যুতকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যরাত বলতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।