ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কাল যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
কাল যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঢাকা: রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ কাল বন্ধ থাকবে। এছাড়া উত্তরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।  

গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।