ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দৌলতখানে ৭০০ লিটার তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
দৌলতখানে ৭০০ লিটার তেল জব্দ

ভোলা: ভোলার দৌলতখানে পাচালকালে ৭০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (১৩ সেম্টম্বর) বিকেলে উপজেলার মৎস্যঘাট থেকে এ সব ডিজেল জব্দ করা হয়।

এ সময় একটি বোট জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনেন মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে মৎস্যঘাটে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। এ সময় চোরাই পথে তেল পাচারের সময় একটি ট্রলারসহ ৭০০ লিটার তেল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। জব্দকৃত তেল ও বোট দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদে সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।