ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে বাংলাদেশ ইন্টা. স্কুলের বৈশাখ উদযাপন

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
রিয়াদে বাংলাদেশ ইন্টা. স্কুলের বৈশাখ উদযাপন

সৌদি আরব: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করলো বিদেশে বাংলাদেশের পতাকাবাহী স্কুল বাংলাদেশ ইন্টা. স্কুল রিয়াদের ইংলিশ শাখা।

সম্প্রতি এক ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করা হয়।



স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সহধর্মীনী শাহনাজ ইসলাম।

অনুষ্ঠানে শাহনাজ ইসলাম বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য। যে কোনো মূল্যে আমাদেরকে এ ঐতিহ্য ধরে রাখতে হবে। বাঙালি কৃষ্টি-কালচার আমাদের শিশুদের মাঝে বিলিয়ে দিতে হবে। শিশুদের শেখাতে হবে আমাদের ঐতিহ্য সম্পর্কে। ’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ড. কাজী মোহাম্মদ মাসুদ। অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন নিলুফার আইয়ুব চৌধুরী, সাপার মিজান খান, ফারজানা আলম চৌধুরী। তারা সবাই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কনসুলাদের স্ত্রী।

অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় উপস্থাপন করা হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলার ঐতিহ্যবাহী গান, নৃত্য এবং কৌতুক পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।