বেলজিয়াম থেকে: বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি যোশেফ দাশ গুপ্তার উদ্যোগে ও মিটু চক্রবর্তীর সহযোগিতায় রোববার দেশটির বিখ্যাত স্থান ডকলেন পার্কে এক বৈশাখী আড্ডার আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের নাচ, গান, প্রতিযোগিতা।
এ সময় উপস্থিত ছিলেন- আনার চৌধুরী, শিরিন চৌধুরী, বেনসা তামান্না, কামরুন নেছা, পারভিন আক্তার, আনিশা আক্তার, প্রীতি চৌধুরী, সাজা আহমদ, আলম হোসেন, সামসুল খান, তাজুল ইসলাম, মামুন আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর।