ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

আব্দুল মোমেনের সঙ্গে শরণার্থী তহবিল সদস্যদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ২৫, ২০১২
আব্দুল মোমেনের সঙ্গে শরণার্থী তহবিল সদস্যদের সাক্ষাৎ

ঢাকা: জাতিসংঘ শরণার্থী তহবিলের দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার এ সাক্ষাতের সময় তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর জাতিসংঘ শরণার্থী তহবিল কর্তৃক প্রকাশিত ‘দি বার্থ পাঞ্জ অব এ নেশন’ শীর্ষক একটি বই জাতি সংঘের স্থায়ী প্রতিনিধিকে উপহার দেন।



১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের এক কোটি জনগণ প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করেন এবং সে সময়ের শরণার্থী শিবিরের অনেক অনেক ছবি বইটিতে লিপিবদ্ধ রয়েছে যা তৎকালীন সময়ের মানুষের দুর্গতি ও জনযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে গত ডিসেম্বর ২০১১ এ শরণার্থী তহবিল ও দৃক গ্যালারি যৌথভাবে বইটি প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মে ২৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।