ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আমাদের শিক্ষানীতিতে বিএনপিরও সমর্থন আছে : নিউইয়র্কে শিক্ষামন্ত্রী

শিহাবউদ্দিন কিসলু, নিউইয়র্ক করসেপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ২৭, ২০১২
আমাদের শিক্ষানীতিতে বিএনপিরও সমর্থন আছে : নিউইয়র্কে শিক্ষামন্ত্রী

নিউইয়র্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বর্তমান সরকার দলীয় শিক্ষানীতি নয়। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করছে।

নতুন প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার লক্ষ্যেই প্রণয়ন করা হচ্ছে এ শিক্ষানীতি। এতে বিএনপিসহ সকল দলের সমর্থন রয়েছে। এছাড়া দেশের আলেম ওলামারাও সমর্থন দিয়েছেন এ শিক্ষানীতি। ’

বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা যুবকমাণ্ডের উদ্যোগে শুক্রবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষানীতির মুল লক্ষ্যই হচ্ছে নৈতিক মুল্যবোধের জাগরণ ঘঠিয়ে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করা। ’

সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে ক্ষমতায় গিয়ে তারা একটি মাদ্রাসাও করেন নাই। অথচ আওয়ামী লীগের সময় ১ হাজার মাদ্রাসা তৈরি করা হয়েছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছে। এখন তাদের বিচার হচ্ছে।    

বিয়ানীবাজার প্রবাসীদের এলাকা হিসেবে পরিচিত ওজনপার্কে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা তজম্মুল আলী।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।