ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদ সিজনে শুরু হচ্ছে বাংলাদেশ উৎসব

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
রিয়াদ সিজনে শুরু হচ্ছে বাংলাদেশ উৎসব

রিয়াদ থেকে: সৌদি আরবের রিয়াদে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল।   

এতে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

একই সঙ্গে এই অনুষ্ঠানে  বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেস্টিভ্যালে থাকছে কনসার্ট, সাংস্কৃতিক ও বিনোদন পারিবারিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন। ঢাকা থেকে বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী অংশ নিচ্ছেন এই ফেস্টিভ্যালে। এর মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী জেমস ও পড়শী। এছাড়াও ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও অংশ নিচ্ছেন।

সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় 'জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে 'গ্লোবাল হারমনি' ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য   সৌদি আরবের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবন প্রদর্শন, তাদের পেশাগত এবং পারিবারিক জীবন, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান, সাফল্যের গল্প এবং সৌদি সমাজে সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা।

সৌদি শহরগুলোতে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারি-বেসরকারি খাতের প্রচেষ্টাকেও তুলে ধরা হবে। উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সঙ্গে  যৌথভাবে রিয়াদ সিজন ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গত ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে। এই ইভেন্টগুলোতে সাংস্কৃতিক, শৈল্পিক, এবং লোকজ কার্যক্রম এবং বিভিন্ন শো দেখানো হবে, যেখানে বাসিন্দাদের দেশগুলোর মিডিয়া আউটলেটগুলোও উপস্থিত থাকবে।

রিয়াদ সিজনে ৯টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, সিরিয়া প্রভৃতি দেশ এবার রিয়াদ সিজনে অংশ নিচ্ছে। ৪৫ দিন ধরে চলা এই উৎসবে  বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৯,  ২০২৪
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।