ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

৩ দিনের সফরে ফিনল্যান্ড আসছেন পররাষ্ট্রসচিব

জামান সরকার, হেলসিংকি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১২
৩ দিনের সফরে ফিনল্যান্ড আসছেন পররাষ্ট্রসচিব

হেলসিংকি : পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিনল্যান্ড পৌঁছবেন।  

তার সঙ্গে থাকবেন স্টোকহোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার।



এদিকে মিজারুল কায়েসের সন্মানে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপসী বাংলা সমিতি হেলসিংকির ভেগা রেঁস্তোরায় এক নৈশভোজের আয়োজন করেছে।

এতে পররাষ্ট্রসচিব প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে অধিকতর বিনিয়োগের আহ্বান জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাছাড়া সফরকালে তিনি বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন স্টোকহোমের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি খন্দকার মাসুদুল আলম।

তিনদিনের এই সরকারি সফরের শেষদিনে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস হেলসিংকি ইউনিভার্সিটি আয়োজিত বিশ্ব জলবায়ু সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য দেবেন বলেও জানান বাংলাদেশ সরকারের ফিনল্যান্ডের কনস্যুল জেনারেল হ্যারি ব্লেসার।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২৯, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।