প্যারিস থেকে: প্যারিসের লা কর্নব পার্ক মাঠে ৩ জুন রোববার বিকেলে এক মেলায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সুরের মূর্ছনায় মাতালেন দেশ বরণ্যে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মমতাজ।
‘বাংলার মেলা লালটিপ ব্লাস্ট’ নামের ওই অনুষ্ঠানে প্রায় পাঁচ/সাত হাজার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
‘অনুষ্ঠানে একটি বাংলাদেশ তুমি জাগ্রত’, ‘শুধু গান গেয়ে পরিচয়’ ইত্যাদি গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে রাখেন সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ‘বুকটা ফাইট্টা যায়’, ‘নান্টু ঘটকের কথা শুইনা’ ইত্যাদি গান পরিবেশন করে পুরো অনুষ্ঠান জমিয়ে তোলেন।
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মতে, এ মেলা ফ্রান্সের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় মেলা। মেলায় ফ্রান্স ছাড়া বেলজিয়াম, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেন।
মেলায় উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় খাবারের স্টল বসে, যেখানে বাংলাদেশি ঐতিহ্যবাহী নানা খাবারের পসরা সাজিয়েছিলেন দোকানিরা।
ইউরোপের মাটিতে বসা এ মেলায় দেশীয় খাবার আর পোশাকে প্রবাসীরা ষোলো আনা বাঙালি হয়ে যান। এ যেন ফ্রান্সের বুকে একখণ্ড বাংলাদেশ।
বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স নেতাদের উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় : ০৯২৭ ঘণ্টা, জুন ০৪,২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর