ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সাংবাদিক নির্যাতনে ইংল্যান্ডে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ

গাজী মহিবুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ৪, ২০১২
সাংবাদিক নির্যাতনে ইংল্যান্ডে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ

ম্যানচেস্টার থেকে: বাংলাদেশে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইংল্যান্ডের নর্থওয়েস্ট বাংলা প্রেসক্লাব।

গত ৩ জুন ওল্ডহ্যামে প্রবাসবাংলা পত্রিকা অফিসে আয়োজিত সভায় এ প্রতিবাদ জানানো হয়।



প্রেসক্লাবের সভাপতি ফারুক যোশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় এ অঞ্চলের দায়িত্বরত বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সবাই বাংলাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা, সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের কয়েক মাস পেরিয়ে গেলেও এই ঘটনা তদন্তে কোনো অগ্রগতি না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন।

তারা বলেন, সাংবাদিকরা কোনো সরকারের আমলেই নিরাপদ নয়। বিগত দিনে শামসুর রহমান, মানিক সাহা, গৌতম দাসসহ আরও অনেক সাংবাদিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সম্প্রতি সাগর-রুনি হত্যা, বিডিনিউজের অফিসে সন্ত্রাসী হামলার মতো নির্যাতন যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবাসবাংলা পত্রিকার সম্পাদক আফজাল রাব্বানী, নির্বাহী সম্পাদক দেলওয়ার হোসেন শিবলী, বার্তা সম্পাদক আমীন বাবর চৌধুরী, স্পাইস সিটি জার্নালের প্রকাশক এম আহমেদ জুনায়েদ, বাংলা টিভি ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল আই ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ, সাংবাদিক হাবিবুর রহমান কাইয়ুম প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফারুক যোশী বলেন, ‘পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন ও বিডিনিউজের অফিসে হামলার ঘটনাকে নর্থওয়েস্ট বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সরকার অতিদ্রুত দোষীদের বিচারের ব্যাবস্থা করবে এই আশাবাদ প্রবাস থেকে আমরা করি। ’

একই সঙ্গে তিনি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনরায় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।