দেশে-বিদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে বর্তমান মহাজোট সরকারের বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে রিয়াদ বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রিয়াদে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে রিয়াদের আল মাস কমিউনিটি সেন্টারে রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হক।
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার সীমাহীন অত্যাচার নির্যাতন হামলা, মামলা করছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, অচিরেই এর মাশুল সরকারকে দিতে হবে। এ জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশ-বিদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে। সভায় জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের এক হয়ে স্বৈরাচারী সরকারের পতনের ডাক দেয়ার আহবান জানানো হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, শরীফ হোসেন খান, আবু সুফিয়ান খান বিপ্লব, ফিরোজ হোসেন খান, আহম্মদ উল্যাহ জনি, মোফাজ্জল হোসেন স্বপন, আবদুর রহিম, মোস্তাফিজুর রহমান, ডা. আবদুস সালাম, কাজী জাহাঙ্গীর, বিল্লাল হোসেন, এস আলম, মোস্তফা কামাল, নুরুল আমিন প্রমুখ।
সভা পরিচালনা করেন রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সি। এতে রিয়াদ প্রবাসী বিএনপি ও এর অংসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, ০৪ জুন, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর