ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিন দূতাবাসের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

অতিথি করেসপন্ডেন্ট, জার্মানি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
বার্লিন দূতাবাসের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

বার্লিন: যথাযোগ্য মর্যাদায় জার্মানির বার্লিনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার ১৮ অক্টোবর বার্লিনের বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দিবসটিতে নানা কর্মসূচি নেওয়া হয়।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র র্ধমগ্রন্থসমূহ থেকে পাঠ এবং শেখ রাসেল স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও আলোচনা অনুষ্ঠান।  

সংক্ষিপ্ত আলোচনায় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, দূতাবাসের রাজনৈতিক মিনিস্টার জাভেদ ইকবাল অন্যরা বলেন, শহীদ শেখ রাসেল এতদিন বেঁচে থাকলে শোষণ ও বঞ্চনাহীন সত্যিকারের সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর হতেন।  

অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটার পর তার ও পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।